'চন্দ্রযান-৪' মিশনের ছাড়পত্র পেল ইসরো(ISRO)

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, নয়াদিল্লি: 'চন্দ্রযান ৩' (Chandrayan-3)- এর সাফল্যের পর এবার 'চন্দ্রযান ৪'- (Chandrayan-4) -এর ছাড়পত্র পেল ইসরো (ISRO)। বুধবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রের মন্ত্রিসভার বৈঠকে ইসরোর প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে।
চন্দ্রযান ৩, ছবি- ইন্টারনেট 
জানা গিয়েছে 'চন্দ্রযান ৪'(Chandrayan-4) মিশনটি প্রায় ৩৬ মাসের মধ্যে শেষ হবে। সেই মিশনের জন্য ২,১০৪.০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । এর মধ্যে রয়েছে 'চন্দ্রযান-৪' , এলভিএম-৩ (LVM3) -এর দুটি রকেট এবং 'চন্দ্রযান ৪' এর সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখার জন্য স্পেস নেটওয়ার্ক এবং নকশা যাচাইকরণ।
প্রতীকী ছবি- ইন্টারনেট 
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ভারতীয় মহাকাশচারীদের চাঁদে অবতরণ করানো এবং তাঁদের সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনার যে পরিকল্পনা করা হয়েছে, সেটার ভিত্তিপ্রস্তর তৈরি করবে 'চন্দ্রযান-৪'(Chandrayan-4) মিশন। আর এই মিশনের পুরো দায়িত্বে থাকবে ভারতীয় মহাকাশ সংস্থার (ISRO) উপরে।
ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top