ভোলানাথ ভুঁই, বাঁকুড়া: প্রায় আড়াই লক্ষেরও বেশি কিউসেক জল ছাড়া হলো দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে। যার ফলে দামোদর তীরবর্তী একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই দামোদর তীরবর্তী বেশ কিছু এলাকায় জল ঢুকে পড়েছে।
 |
প্লাবিত এলাকা, নিজস্ব চিত্র |
ওই সমস্ত এলাকায় বিশেষ সতর্কতা নিয়েছে প্রশাসন। বিপদ এড়াতে বিভিন্ন জায়গায় থেকে দামোদর তীরে বসবাসকারী মানুষজনকে সরিয়ে ত্রাণ শিবিরে আনা হচ্ছে। মঙ্গলবার বড়জোড়া, মেজিয়া ও শালতোড়ার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করছেন প্রশাসন ও পুলিশের আধিকারিকরা। পাশাপাশি এলাকা পরিদর্শনে যান বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। ডিভিসি সূত্রে খবর এদিন পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়া হয়েছে। যার ফলে দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে।
 |
নিজস্ব চিত্র |