স্কাই বাংলা, কলকাতা: আরজি করের ঘটনায় ভাইরাল অডিও কান্ডে অবশেষে কলকাতা হাইকোর্টে জামিন পেলেন কলতান দাশগুপ্ত। বৃহস্পতিবার সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্তের জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। পাঁচশো টাকার বন্ডে জামিন মঞ্জুর করা হল কলতানের।
 |
কলতান দাশগুপ্ত, ছবি- ইন্টারনেট |
সূত্রে খবর, আদালতের অনুমতি ছাড়া আর এই বিষয়ক মামলায় কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা যাবে না। এমনকী আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে তদন্তও করতে পারবে না কলকাতা পুলিশ। এই মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে। পাল্টা চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে পারবেন কলতান দাশগুপ্তও। আগামী ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
 |
কলতান দাশগুপ্ত ছবি- ইন্টারনেট |