জল নামতেই স্বস্তি! বানভাসি বাঁকুড়ার বিভিন্ন এলাকা ফিরছে স্বাভাবিক ছন্দে

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে জল নামতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে । যদিও কিছু জায়গায় এখনো জলমগ্ন রয়েছে চাষ জমি। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বিভিন্ন জায়গার ত্রাণ শিবির গুলি থেকে অনেকেই বাড়ি ফিরেছেন বলে খবর। তবে এখনো বাঁকুড়ায় প্রায় ৫০ টির মতো ত্রাণ শিবির খোলা রয়েছে। ওই শিবির গুলিতে এখনো প্রায় ২০০০ এর মতো মানুষ রয়েছেন।
Bankura flood
প্লাবিত এলাকা পরিদর্শনে প্রশাসন- নিজস্ব চিত্র 
ডিভিসি জল ছাড়ায় বাঁকুড়া জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৬ টি ব্লক। ওই ব্লক গুলির দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রীর পাশাপাশি নতুন পোশাক দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। বড়জোড়ার মানাচর এলাকায় এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, প্রশাসন ও পুলিশের আধিকারিকরা, এছাড়া ছিলেন আরও কয়েকজন জনপ্রতিনিধি।
Flood bankura
দুর্গতদের পোশাক দিচ্ছেন বিধায়ক, নিজস্ব চিত্র 
অন্যদিকে এদিন সোনামুখীর সমিতি মানা এলাকা পরিদর্শন করেন জেলা শাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তেওয়ারি। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গতদের হাতে ত্রাণ ও নতুন বস্ত্র তুলে দেন তাঁরা।
DM Bankura
প্লাবিত এলাকা পরিদর্শনে জেলাশাসক, নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top