শনিবার থেকে কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, কলকাতা: অবশেষে কাজে ফিরতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গুলিতে আংশিক কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। 
সাংবাদিক সম্মেলন জুনিয়র চিকিৎসকদের, নিজস্ব চিত্র 
সূত্রের খবর, ৪১ দিনের মাথায় অবশেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আগামী শনিবার থেকে তাঁরা কাজে ফিরবেন। যোগ দেবেন জরুরি বিভাগের কাজে। তবে শুক্রবার থেকেই স্বাস্থ্যভবনের সামনে থাকা অবস্থান তুলে নেওয়া হচ্ছে বলে খবর। বৃহস্পতিবার জিবি মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান জুনিয়র চিকিৎসকরা।
সাংবাদিক সম্মেলন, নিজস্ব চিত্র 
শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন তারা। প্লাবন কবলিত এলাকায় 'অভয়া ক্লিনিক' চালু করারও পরিকল্পনা রয়েছে তাঁদের। শনিবার থেকে জরুরি পরিষেবায় যোগ দেবেন আন্দোলকারীরা। আংশিক কর্মবিরতি চলবে। তবে প্রয়োজনে আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরতে পারেন বলেও হুঁশিয়ারিও দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top