
স্কাই বাংলা : মুখ্যমন্ত্রীর নির্দেশে সিল করা হল বাংলা-ঝাড়খন্ড সীমান্ত। সীমান্তে সারি সারি দাঁড়িয়ে সবজি ফল সহ পণ্যবাহী ট্রাক। ফলে এ রাজ্যে বাড়তে পারে কাঁচা সবজি সহ অন্যান্য জিনিসপত্রের দাম। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ডিভিসির জল ছাড়ার ফলে বাংলার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির জন্য ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'ম্যান মেড বন্যা' বলে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। এ অবস্থায় আগামী তিনদিন বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
 |
বন্ধ বাংলা-ঝাড়খন্ড সীমান্ত, ছবি- ইন্টারনেট |
মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই বৃহস্পতিবার বিকেল থেকে বাংলা ও ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেয় রাজ্য পুলিশ। অন্যদিকে, রাজ্যের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় আটকে পড়েছে পাশের রাজ্য থেকে আসা পণ্যবাহী বিভিন্ন লরি ৷ আগাম কোনও খবর না-পাওয়ায় ভিনরাজ্য থেকে আসা পণ্যবাহী লরি নিয়ে সমস্যায় পড়েছেন চালকরা । মনে করা হচ্ছে ভিন রাজ্য থেকে এরা যে পণ্য না আসায় বাড়তে পারে কাঁচা সবজি সহ অন্যান্য জিনিসপত্রের দাম।
 |
সীমান্তে দাঁড়িয়ে ট্রাক, ছবি- ইন্টারনেট |