ঘরের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে থেঁতলে স্ত্রীকে ‘খুন’ স্বামীর!

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, রানীগঞ্জ: স্ত্রীকে মাথায় হাতুড়ির আঘাত করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের শিশু বাগান এলাকার ঘটনা। পুলিশ অভিযুক্ত গুড্ডু শর্মা কে গ্রেপ্তার করেছে।
Crime news
স্ত্রীকে খুন স্বামীর , নিজস্ব চিত্র 
স্থানীয় সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া লেগেই থাকতো। অভিযোগ শুক্রবার দুপুরে স্ত্রী শিল্পী শর্মারকে হাতুড়ি দিয়ে বার বার মাথায় আঘাত করে খুন করে স্বামী গুড্ডু শর্মা। পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে গুড্ডু শর্মাকে গ্রেপ্তার করে। পুলিশ মৃত শিল্পী শর্মার দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। 
Raniganj news
রানীগঞ্জে ধৃত স্বামী, নিজস্ব চিত্র 
জানা গিয়েছে, কোনও কাজ না করায় গুড্ডু দীর্ঘদিন ধরে স্ত্রী শিল্পার সঙ্গে নানান কারণে অশান্তিতে জড়িয়ে পড়তেন। ঝগড়া তাঁদের মধ্যে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তার পরিণতি যে এই হবে, তা কেউ ভাবতে পারেননি। পুলিশ মৃতদেহ উদ্ধারের পরে বাড়িটিকে সিল করে দেয়। ঘটনার তদন্তের জন্য নমুনা সংগ্রহ করতে এসেছে পুলিশের ফরেনসিক দল।
Wife murder
স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুন, নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top