মেজিয়ায় বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন মন্ত্রী, সভাধিপতি

Malay Singha
0

শুভেন্দু লায়েক, বাঁকুড়া : অতিবৃষ্টিতে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ডিভিসির(DVC) জল ছাড়ার ফলে প্লাবিত বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। দামোদরের জল ঢুকে বানভাসি অবস্থা মেজিয়ার রামচন্দ্রপুর ও বানজোড়া অঞ্চলের বেশ কিছু এলাকায়। শুক্রবার বিকেলে দামোদর তীরবর্তী বানজোড়া অঞ্চলের প্লাবিত এলাকাগুলি পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়। পরিদর্শনে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রথীন ব্যানার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। পরিদর্শনের পাশাপাশি এদিন তাঁরা দুর্গত মানুষদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন।
Flood in Bankura
বন্যা কবলিত এলাকা পরিদর্শন, নিজস্ব চিত্র 
রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, " ডিভিসি অধিক পরিমাণে জল ছাড়ার কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম এবং বাসিন্দাদের কাছে তাদের সমস্যার কথা শুনলাম।"

অন্যদিকে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রথীন ব্যানার্জি বলেন, " তৃণমূল কংগ্রেস সর্বদাই মানুষের সাথে আছে। আমরা মানুষের অভাব অভিযোগগুলি নির্দিষ্ট জায়গায় জানিয়ে সমস্যা সমাধান করব।"

Flood
এলাকা পরিদর্শনে মন্ত্রী, সভাধিপতি - নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top