স্কাই বাংলা, বাঁকুড়া: সেচ খাল থেকে নিখোঁজ ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বাঁকুড়ার তালডাংরার আধকড়া গ্রাম সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের নাম নিতাই দুলে(৪২)। তিনি আধকড়া গ্রামেরই বাসিন্দা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
 |
সেচ খাল থেকে উদ্ধার দেহ, নিজস্ব চিত্র |
পরিবার সূত্রে জানা গিয়েছে গত তিনদিন ধরে নিখোঁজ ছিল ব্যাক্তি। বৃহস্পতিবার সকালে গ্রাম সংলগ্ন সেচ খালে তার দেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশের খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
মৃতের এক আত্মীয় জানান, নিতাই দুলে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। হয়তোবা শৌচকর্ম সারতে গিয়ে সেচ খালে পড়ে তার মৃত্যু হয়েছে।
 |
বাঁকুড়ায় সেচ খাল থেকে দেহ উদ্ধার, নিজস্ব চিত্র |