স্কাই বাংলা, উত্তরাখণ্ড: ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস কেদারনাথের পথে! ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৫ পুণ্যার্থীর। এবং আহত হয়েছেন আরও ৩ জন। মৃতরা মধ্যপ্রদেশ, গুজরাট ও নেপালের বাসিন্দা বলে খবর। দুর্ঘটনার জেরে ওই এলাকায় অসংখ্য মানুষ আটকে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
 |
ছবি- ইন্টারনেট |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার প্রবল বৃষ্টি হয়েছিল উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ ও গৌরিকুণ্ড এলাকায়। যার জেরেই সন্ধে ৭টা ধ্বস নামে পাহাড়ে। যার ফলে অবরুদ্ধ হয়ে যায় কেদারনাথ জাতীয় সড়ক। ধসে চাপা পড়ে যায় তীর্থযাত্রীদের একটি গাড়ি। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দীর্ঘ কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে পাথর ও মাটির স্তূপ সরিয়ে দেহগুলি উদ্ধার করে। মৃতদের মধ্যে ৩ জন মহিলা বলে খবর পাওয়া যাচ্ছে। চলছে উদ্ধার কাজ।
 |
কেদারনাথ মন্দির, ছবি- ইন্টারনেট |