বাঁকুড়ায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত একাধিক

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো দুজনের। তাদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা। মৃতরা ইন্দপুর ও ওন্দা থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। একজনের মৃত্যু হয়েছে গত শনিবার। আর একজন মারা গেছেন গত সোমবার। তবে দুজনই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন বলে খবর।
এডিস মশা, ছবি- ইন্টারনেট 
বাঁকুড়া মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে ডেঙ্গুর পাশাপাশি ৬০ বছরেরও বেশি বয়সী ওই দুই রোগীর ক্রনিক ডিজিজ ছিল। দিনকয়েক আগেই দুজনের শরীরে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে। বাঁকুড়া মেডিক্যালেই চিকিৎসা চলছিল তাদের। 

তবে চলতি বছরে বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ডেঙ্গুতে অনেকে আক্রান্ত হলেও এই প্রথম ২ জনের মৃত্যু হলো। জানা গিয়েছে এই মুহূর্তে বাঁকুড়া মেডিক্যালে ডেঙ্গু আক্রান্ত কয়েকজনের চিকিৎসা চলছে।

প্রতীকী ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top