২০ কিলোমিটার পর্যন্ত জাতীয় সড়কে টোল ছাড়! টোল ফি-তে বদল আনল কেন্দ্র

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, নয়াদিল্লি: এবার ২০০৮ সালের জাতীয় সড়কের টোল আদায় নীতি সংশোধন করে এক বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। নয়া আইনে বলা হয়েছে, Global Navigation Satellite (GNSS) প্রযুক্তির অন্তর্ভুক্ত গাড়িগুলির জাতীয় অনুমোদন না থাকলেও, জাতীয় সড়কের উপর দিনে সর্বোচ্চ ২০ কিলোমিটার পর্যন্ত যাত্রাপথে কোনও টোল ফি দিতে হবে না। যাওয়া-আসা, দুই ক্ষেত্রেই ২০ কিলোমিটার পর্যন্ত যাত্রাপথে দিতে হবে না কোনও টোল।
ছবি - সংগৃহীত 
দুই দিকেই যাত্রাপথ যদি ২০ কিলোমিটারের বেশি হয়, সেক্ষেত্রে মোট যাত্রাপথের নিরিখে দিতে হবে টোল । মঙ্গলবার জাতীয় সড়ক মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে টোল সংক্রান্ত এই নতুন নীতির কথা বলা হয়েছে।বলা হয়েছে, GNSS থাকা যানবাহনের ন্যাশনাল পারমিট না থাকলেও জাতীয় সড়ক বা এক্সপ্রেসওয়ের উপর সেতু, আন্ডারপাস, বাইপাস দিয়ে একদিনে ২০ কিলোমিটার পর্যন্ত যাতায়াতে চালক বা গাড়ির মালিককে এ বার থেকে কোনও টোল দিতে হবে না। তবে এই সুবিধা তাঁরাই পাবেন যাঁদের গাড়িতে GNSS রয়েছে।
ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top