দুর্গাপুর ব্যারেজের সেচ ক্যানেল থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

SKY BANGLA TV
0

ভোলানাথ ভুঁই, দুর্গাপুর: একদিন নিখোঁজ থাকার পর বুধবার দুপুরে দুর্গাপুর ব্যারেজের সেচ ক্যানেল থেকে উদ্ধার হল যুবকের দেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম রাহুল মোদি(২০)। দুর্গাপুরের কোকোভেন থানার করঙ্গপাড়ার বাসিন্দা।
দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য- নিজস্ব চিত্র 
পরিবার সূত্রে খবর মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুটি নিয়ে বের হয় যুবক। তারপর আর বাড়ি ফেরেনি। পরে দুর্গাপুর ব্যারেজের কাছে তার স্কুটিটি দেখতে পাওয়া গেলেও যুবকের খোঁজ মেলেনি। মঙ্গলবার থেকে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ ও সিভিল ডিফেন্স খোঁজ চালানোর পর বুধবার দুপুরে দুর্গাপুর ব্যারেজের সেচ ক্যানেল থেকে তার দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিধাননগর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top