
স্কাই বাংলা, নয়াদিল্লি: গরু পাচার মামলায় জামিন পেল অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান সুকন্যা। প্রায় ১৫ মাস পর জামিন পেলেন তিনি। দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনশল কৃষ্ণা তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন।
 |
ছবি - সংগৃহীত |
উল্লেখ্য অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর সিবিআই দাবি করেছিল তাঁর পিপুল সম্পত্তির পরিমাণ এর সম্পূর্ণ তথ্য মেয়ে সুকন্যার কাছে রয়েছে। তার জন্য তাঁকে জিজ্ঞাসা বাদের প্রয়োজন রয়েছে। কিন্তু সিবিআই তাকে গ্রেফতার করেনি। ইডি করেছিল । তারপর থেকেই তিনি ছিলেন তিহার জেলে। তবে সুকন্যা অবশ্য প্রথম থেকেই দাবি করেছিল যে তথ্য তাঁর কাছে থেকে যাওয়া হয়েছে তা তাঁর কাছে নেই। গ্রেফতারের পর বাবা মেয়ে দুজনকে পাশাপাশি বসিয়েও জেরা করা হয়। কিন্তু সেভাবে বড় কোন তথ্য পাইনি তদন্তকারীরা। এখন গ্রেফতারের প্রায় ১৫ মাস পর মুক্তি পেলেন অনুব্রত কন্যা। বুধবার তাঁকে তিহার জেল থেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে জেল মুক্তি ঘটলেও সুকন্যা জীবনযাপন স্বাভাবিক হচ্ছে না এখনও। কারণ তাঁকে মানতে হবে আদালতের একাধিক শর্ত।
 |
ছবি- ইন্টারনেট |