মুখ্যমন্ত্রীর ডাকে মিলল না সাড়া! আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল মঙ্গলবার বিকাল ৫ টার মধ্যে কাজে ফিরতে হবে জুনিয়র চিকিৎসকদের। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ দেন। তবে মঙ্গলবার বিকাল ৫টার পরেও দেখা গেল কাজে ফিরলেন না জুনিয়র চিকিৎসকরা। বরং স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে বসে রইলেন রাতভর। চিকিৎসকরা জানিয়েছেন তাদের দাবি-দাওয়া মানা না হলে কাজে ফিরবেন না তারা।
স্বাস্থ্য ভবন অভিযানে জুনিয়র ডাক্তারা,ছবি- ইন্টারনেট 
সোমবার মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার মন্তব্য কে এদিন অসংবেদনশীন বলে অভিহিত করেছেন চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের নির্দেশের উল্টে আরেক ধাপ চড়েছে চিকিৎসকদের দাবিদাওয়া। এতদিন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চাইছিলেন তাঁরা। এবার সেই লিস্টে যোগ হয়েছে আরো বেশ কিছু নাম। সেই তালিকায় রয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা (DHS) এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (DMI) এর নামও।
নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক- ছবি ইন্টারনেট 
সোমবার আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তাদের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন। মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের ডাক দেন তারা। সেই মতো এদিন ঝাঁটা হাতে, প্রতীকি মস্তিষ্ক ও চোখ হাতে নিয়ে মিছিলে হাটেন জুনিয়র চিকিৎসকরা। তাদের অভিযোগ রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একের পর এক দুর্নীতি হয়ে গেল স্বাস্থ্য ভবনের তরফে এতদিন কোন পদক্ষেপ করা হয়নি। চিকিৎসকদের আরও অভিযোগ তাদের আন্দোলন কে দমাতে নানা পদক্ষেপ করা হচ্ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের কর্তাদের মস্তিষ্ক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও সেই অবস্থান চলছে। অর্থাৎ সারারাত ধরেই নিজেদের দাবিতে অনড় থেকে বিক্ষোভ করে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। 
ছবি - ইন্টারনেট 
আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার স্বাস্থ্যভবন অভিযান করার সময় থেকেই বলে আসছিলেন, দাবি না পূরণ হলে তাঁরা ফের রাত জাগবেন। হয়েছেও তেমনটাই। যদিও মঙ্গলবার সন্ধায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার আহ্বান জানিয়ে প্রতিবাদী চিকিৎসকদের মেল করা হয়েছিল নবান্নের তরফে। কিন্তু সেই ডাকে সাড়া দেননি কেউ। জুনিয়র ডাক্তারদের অভিযোগ ছিল, যেভাবে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে তা 'অপমানজনক'। তাই তাঁরা সাড়া দিচ্ছেন না। পাল্টা তাঁদের তরফেও মেল করা হয়েছে সরকারকে। পাশাপাশি এও স্পষ্ট জানান হয়েছে, দাবি না মানা পর্যন্ত অবস্থানেই বসে থাকবেন তাঁরা।
আন্দোলনে জুনিয়র ডাক্তাররা, ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top