স্কাই বাংলা, বাঁকুড়া: "সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।" আপামর বাঙালির কেউ কোনদিন ফুটবলে পা দেননি এরকম খুঁজে পাওয়া দুষ্কর। শত ব্যাস্ততার মাঝেও মঙ্গলবার বাঁকুড়ার মেজিয়ায় সাংসদ অরূপ চক্রবর্তীর হাতদিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল ‘এমপি কাপ ১.০’ -এর। মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় মেজিয়া ফুটবল মাঠে বলে কিক মেরে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন সাংসদ অরূপ চক্রবর্তী।
 |
বলে কিক মেরে উদ্বোধন করলেন সাংসদ- নিজস্ব চিত্র |
প্রতিযোগিতার প্রথম ম্যাচে এদিন মুখোমুখি হয় শিভ্যা একাদশ বাঁকুড়া বনাম শালতোড়া ফুটবল একাদেমি ও পঞ্চায়েত সমিতি। মোট ৮টি দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। উদ্বোধনী খেলার বাড়তি আকর্ষণ দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ। এই খেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়।
আয়োজকদের দাবি ইন্টারনেটে যুগে যুবকদের মাঠমুখি করার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টে।
 |
নিজস্ব চিত্র |