হাঁটতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, বাঁকুড়ায় গ্রেপ্তার ১

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। কলেজ ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে সরিফুল মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করে বেলিয়াতোড় থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
ধৃতকে আদালতে তোলা হচ্ছে- নিজস্ব চিত্র 
অভিযোগ সোমবার বিকেলে স্থানীয় এক গৃহবধূর সঙ্গে গ্রাম লাগোয়া রাস্তায় হাঁটতে বেরোন এক কলেজ ছাত্রী। সেই সময় বাইকে করে আসা তিন যুবক ওই কলেজ ছাত্রীকে শ্লীলতাহানী করে বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এলে বাইক ফেলে চম্পট দেয় ওই তিন যুবক। পরে ওই যুবকের দুই সঙ্গী গ্রামে বাইক আনতে গেলে তাদের আটকে রাখে গ্রামবাসীরা। খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ গ্রামে গেলে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবীতে  পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। পরে ওই দিন রাতেই বেলিয়াতোড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কলেজ ছাত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই সরিফুল মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। 

 অন্যদিকে গতকাল রাতে পুলিশকে আটকে রাখা, হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক একটি স্বতঃপ্রণোদিত  মামলা রুজু করেছে বাঁকুড়ার বেলিয়াতোড় থানার পুলিশ।
পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর- নিজস্ব চিত্র 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top