স্কাই বাংলা, বাঁকুড়া: আকাশ থেকে বিকট আওয়াজে ভূপৃষ্ঠে পড়ল বিশাল আকৃতির বরফের চাঙর। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সিমলাপাল থানার ছোটো রামবনী এলাকায়।
 |
আকাশ থেকে পড়ল বরফ, নিজস্ব চিত্র |
স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে ছোটো রামবনি এলাকার রাস্তার ধারে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন একাধিক মানুষ সেই সময়েই আচমকা আকাশ থেকে বিকট আওয়াজ এর সাথে ভূপৃষ্ঠে পড়ল বরফের চাঙ্গড়। আওয়াজ শুনে ওই স্থানে কর্মরত মানুষেরা তৎক্ষণাৎই ছুটে পালানোর চেষ্টা করেন পরে তারা ওই স্থানে গিয়ে দেখেন প্রায় এক কুইন্টাল ওজনের গোলাকার বরফ এর অংশ। পড়ার সাথে সাথে ওই স্থানে বরফের অংশটি ভেঙে যাওয়ার পাশাপাশি বরফ পড়ার আঘাতে মাটিতে তৈরি হয় গর্ত। খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষজন। তবে কিভাবে আকাশ থেকে ওই বরফের অংশ ওই স্থানে পড়ল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে সকলেই।
 |
আকাশ থেকে পড়ল বরফ, নিজস্ব চিত্র |