বাঁকুড়ায় পুজো কমিটি গুলিকে চেক প্রদানের সূচনা, প্রকাশিত হল জেলা পুলিশের পুজো গাইড ম্যাপ

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া:  দুর্গাপূজা হাতে গোন আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রস্তুতি চলছে তুঙ্গে। এরই মাঝে পূর্ব ঘোষণা মতো জেলা পুলিশের মাধ্যমে পুজোর অনুদান দেওয়া হলো বাঁকুড়ায়। শুক্রবার বাঁকুড়ার রবীন্দ্র ভবনে ১২০ টি পূজো কমিটির প্রতিনিধিদের হাতে ৮৫ হাজার টাকা মূল্যের চেক তুলে দেওয়া হলো। জেলা পুলিশ সূত্রে খবর এবছর জেলায় মোট ১০০৬ টি পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে । আজ তার শুভ সূচনা হলো। পাশাপাশি এদিন প্রকাশিত হল বাঁকুড়া জেলা পুলিশের পুজো গাইড ম্যাপও ।
Durga puja cheque
বাঁকুড়ায় চেক প্রদান অনুষ্ঠান, নিজস্ব চিত্র 
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, জেলাশাসক সিয়াদ. এন. পুলিশ সুপার বৈভব তিওয়ারী, সাংসদ অরুপ চক্রবর্তী প্রমুখ।

জেলাশাসক সিয়াদ এন বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত বছর এই অনুষ্ঠানের আগে আগেই এই জেলায় কাজ শুরু করি, তখন সবার সাথে সেভাবে আলাপ পরিচয় ছিলনা। এবার বেশী বেশী পূজো মণ্ডপে পৌঁছানোর চেষ্টা করবো। সেই সঙ্গে উৎসবের দিন গুলি সকলের আনন্দে কাটুক এটাই তিনি চাইছেন বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top