স্কাই বাংলা, বাঁকুড়া: মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মালগাড়ির ভিতর অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। যা দেখে রিতিমতো চমকে যান অন্যান্য শ্রমীকরা।
 |
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র - নিজস্ব চিত্র |
সূত্রের খবর, ওই দিন সন্ধ্যায় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৭,৮ ইউনিটে একটি কয়লা বোঝায় ওয়াগেন ঢোকে। যেটি ৩ নম্বর হপারে খালি করার সময় কর্মীরা একটি দেহ দেখ দেখতে পায় । পরে নিরাপত্তারক্ষীদের জনায় শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় জানা এখনো যায়নি।
 |
মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্প- নিজস্ব চিত্র |