স্কাই বাংলা, কলকাতা: এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বাগদাদ থেকে চিন যাওয়ার পথে বিমানের জরুরি অবতরণ করা হল কলকাতা বিমানবন্দরে। দমদম বিমানবন্দরে বুধবার রাতে অবতরণ করা হয় বিমানটি। অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু হয় ইরাকের বাসিন্দা ওই যাত্রীর।
![]() |
প্রতীকী ছবি- ইন্টারনেট |
উল্লেখ্য ইরাকি এয়ারওজের এই বিমানটিতে ১০০ জন যাত্রী এবং ১৫ জন কর্মী ছিলেন। কলকাতায় তিনজনকে নামিয়ে বাকি যাত্রীদের নিয়ে চিনের উদ্দেশ্যে কাল রাতেই উড়ে যায় বিমানটি।
![]() |
বিমান, ছবি- ইন্টারনেট |