হঠাৎই অসুস্থ যাত্রী, চিনগামী বিমানের জরুরী অবতারণ কলকাতায়

SKY BANGLA TV
0


স্কাই বাংলা, কলকাতা: এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বাগদাদ থেকে চিন যাওয়ার পথে বিমানের জরুরি অবতরণ করা হল কলকাতা বিমানবন্দরে। দমদম বিমানবন্দরে বুধবার রাতে অবতরণ করা হয় বিমানটি। অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার হাসপাতালেই মৃত্যু হয় ইরাকের বাসিন্দা ওই যাত্রীর।
aeroplane
প্রতীকী ছবি- ইন্টারনেট 
সূত্রের খবর, ডেকান সমীর আহমেদ নামে কিশোরীকে  বিমানে উঠে পরীক্ষা করে দেখেন এয়ারপোর্ট পাবলিক হেলথ অর্গানাইজেশন এর সদস্যরা। তারা জানান, সে সময় কিশোরীর নাড়ির স্পন্দন মেলেনি। তাকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করার কথা জানান এপিএইচও-র সদস্যেরা। প্রয়োজনীয় প্রক্রিয়ার পর রাতে ১টা ১৮ মিনিট নাগাদ বিমান থেকে নামানো হয় আহমেদ এবং তার সঙ্গে আসা দুই যাত্রীকে। আরও কিছু সরকারি প্রক্রিয়া শেষ করার পর বিমানবন্দরের পাঁচ নম্বর গেট দিয়ে বার করে তিন জনকে অ্যাম্বুল্যান্সে করে কাছের হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য ইরাকি এয়ারওজের এই বিমানটিতে ১০০ জন যাত্রী এবং ১৫ জন কর্মী ছিলেন। কলকাতায় তিনজনকে নামিয়ে বাকি যাত্রীদের নিয়ে চিনের উদ্দেশ্যে কাল রাতেই উড়ে যায় বিমানটি।

Aeroplane
বিমান, ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top