মহারাষ্ট্রের নাসিক থেকে ২ নাবালিকা ছাত্রীকে ফিরিয়ে আনল বাঁকুড়া পুলিশ

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: মহারাষ্ট্রের নাসিক থেকে দুই নাবালিকা ছাত্রীকে ফিরিয়ে আনল বাঁকুড়া পুলিশ। জানা গিয়েছে বাঁকুড়া থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল নাবালিকা ওই দুই ছাত্রী।  গত ২০ তারিখ সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় দুই ছাত্রী।  কিন্তু স্কুলে না ঢুকে বাস ধরে তারা প্রথমে যায় খড়গপুর। পরে ওই দিন রাতেই খড়গপুর থেকে মুম্বাইগামী ট্রেন ধরে তারা।
Bankura police station
বাঁকুড়া সদর থানা, নিজস্ব চিত্র 
এদিকে মেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে খোঁজ খবর শুরু করে পরিবারের লোকজন। পরে থানার দ্বারস্থ হন তারা। তদন্তে নামে বাঁকুড়া ও ইন্দপুর থানার পুলিশ।  পরে মোবাইলের সূত্র ধরে ওই ছাত্রীদের লোকেশন নাগপুর বলে জানতে পারে পুলিশ। ছাত্রীরা ট্রেন ধরে মুম্বাইয়ের দিকে যাচ্ছে বলে অনুমান করা হয়। এরপর বাঁকুড়া থেকে নাসিকে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। ২২ তারিখ ভোরে সেখানে ট্রেনটি দাঁড়ালে ওই দুই ছাত্রীকে উদ্ধার করে জিআরপি। বাঁকুড়া থেকে পুলিশের একটি টিম গিয়ে শুক্রবার সন্ধ্যায় ওই দুই ছাত্রীকে ফিরিয়ে আনে।
Nasik
নাসিক, ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top