স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় রাতভর হাতির তান্ডব, একেবারে গ্রামে ঢুকে তাণ্ডব চালালো বুনো হাতি। আর এই অবস্থায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। ঘটনা বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের জলজলা ও কমলাসায়ের গ্রামের।
অভিযোগ রাতের অন্ধকারে বুনো হাতি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়, ভেঙে ফেলে দোকানের শাটার, নষ্ট করে জমির ধান। হাতির তাণ্ডবে আহত গবাদি পশু। গ্রামবাসীরা জানিয়েছেন এই বন্যা পরিস্থিতির মাঝেই বুনো হাতের তাণ্ডবে কার্যতন নাজেহাল তারা।
![]() |
বাঁকুড়ায় হাতির হানা, নিজস্ব চিত্র |
অন্যদিকে বনদপ্তরের জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে ।
![]() |
গ্রামে হাতির তান্ডব, নিজস্ব চিত্র |