তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ২৫

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা বাঁকুড়ায়। ঘটনায় গুরুতর আহত প্রায় ২৫ জন ভক্ত। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা ২ জনের।
জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনা- নিজস্ব চিত্র 
স্থানীয় সূত্রে খবর, রবিবার বাঁকুড়ার কোতুলপুরের গোপীনাথপুর গ্রামের ৩৫ জন ভক্ত তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে একটি পিক আপ ভ্যানে চড়ে রওনা দেয়। যাবার পথে বাঁকাদহ-জয়রামবাটি রাস্তার লালবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিক আপ ভ্যানটি। সেখানে গুরুতর আহত হন ২৫ জন ভক্ত। পুলিশ তাঁদের উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বেশ কয়েকজনকে হুগলির আরামবাগ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top