ব্যারেজ থেকে ৯২ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি!

SKY BANGLA TV
0

ভোলানাথ ভূঁই, দুর্গাপুর: অতিবৃষ্টিতে জল ছাড়লো ডিভিসি। রবিবার সকালে প্রায় ৯২ হাজার কিউসেক জল ছাড়া হলো দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে। ডিভিসি সূত্রে খবর ধাপে ধাপে জল ছাড়ার পরিমান আরো বাড়ানো হবে। প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডে টানা বৃষ্টির জেরে রবিবার পাঞ্চেত ও মাইথন জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। ব্যারেজ থেকে শনিবার জল ছাড়া হয়েছিল ৭০ হাজার কিউসেকের বেশি। রবিবার সেটা দাঁড়াল ৯২ হাজারে।
ব্যারেজ থেকে জল ছাড়ল ডিভিসি- নিজস্ব চিত্র 
জল ছাড়ার পরিমাণ আরো বাড়লে একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দামোদরের নিম্ন অববাহিকা অঞ্চল পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া ও মেদিনীপুরের বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে ডিভিসি জানিয়েছে ধাপে ধাপে জল ছাড়ার কারণে কোন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top