বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ার ওন্দায় ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বাইক আরোহীর। মৃতদের নাম নাম রাজীব পাইন (৩০) ও  জয়ন্ত মহান্তি(২৮)। মৃতেরা দু'জনে নিকট আত্মীয়। রাজীবের বাড়ি বাঁকুড়ার হিড়বাঁধ থানা এলাকায়। তিনি ওন্দা ব্লকের কৃষি দপ্তরের কর্মী ছিলেন। জয়ন্তর বাড়ি পুরুলিয়ার বরাবাজারে।
বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ- নিজস্ব চিত্র 
স্থানীয় সূত্রে খবর শনিবার দুপুরে ৬০ নাম্বার জাতীয় সড়ক ধরে বাইকে করে ওই দুই যুবক রামসাগর থেকে ওন্দার দিকে যাচ্ছিল। সেই সময় মালপুর এর কাছে একটি যাত্রী বোঝায় বেসরকারি বাসের সঙ্গে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ওই দুই যুবক। পুলিশ তাঁদের উদ্ধার করে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top