বৃষ্টিতে জলমগ্ন তারাপীঠ মহাশ্মশান, বন্ধ দাহ কাজ!

SKY BANGLA TV
0

 

স্কাই বাংলা, বীরভূম: ঘুর্ণাবর্তের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে তারাপীঠ মহাশ্মশান। দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জল ঢুকে পড়েছে শ্মশানে। শ্মশানের বিভিন্ন এলাকায় প্রায় কোমর সমান জল দাঁড়িয়ে রয়েছে বলে খবর। যে অংশ জলমগ্ন, সেখানে আপাতত বন্ধ রয়েছে দাহকাজ। যদিও শ্মশান কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
জলমগ্ন তারাপীঠ মহাশ্মশান
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেলেই দ্বারকা নদীর জলস্তর বিপদ সীমা ছুঁয়েছিল। তখন থেকেই মন্দির সংলগ্ন শ্মশানে নদীর জল ঢুকতে শুরু করে। শনিবার সকালে তা প্রায় এক কোমর সমান হয়ে যায়। ডুবে যায় শ্মশানের বিস্তীর্ণ এলাকা। তবে দুপুরের পর থেকে নতুন করে বৃষ্টি না হওয়ায় জল নামতে শুরু করেছে বলে খবর। শনিবার আপাতত দেহ সৎকারের কাজ বন্ধ রাখা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top