বাঁকুড়ায় জলমগ্ন শিশু শিক্ষা কেন্দ্র! ২ দিন ধরে বন্ধ পঠন-পাঠন, মিড ডে মিল

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: ঘুর্ণাবর্তের জেরে লাগাতার বৃষ্টি। আর সেই বৃষ্টিতেই জল জমে জলমগ্ন শিশু শিক্ষা কেন্দ্র। ২ দিন ধরে বন্ধ রয়েছে পঠন-পাঠন থেকে শুরু করে মিড-ডে মিলও। ঘটনা বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই ১ নং গ্রাম পঞ্চায়েতের 'বনকী আদিবাসী পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের'। প্রাক প্রাথমিক থেকে ক্লাস ফোর পর্যন্ত ১৭ জন পড়ুয়া রয়েছে এই শিশু শিক্ষা কেন্দ্রে ।
জলমগ্ন শিশু শিক্ষা কেন্দ্র- নিজস্ব চিত্র 
গত ৩ দিন ধরে শিশু শিক্ষা কেন্দ্রে জল থৈ থৈ অবস্থা যার কারণে বন্ধ রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের পঠন-পাঠন ও মিড-ডে মিলের কাজ। বিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রতি বছর বর্ষা শুরু হলেই এই সমস্যার সম্মুখীন হতে হয় পড়ুয়াদের। তাঁদের দাবি বারবার প্রশাসনকে জানানো হলেও সমস্যা সমাধানের কোনরকম উদ্যোগ নেয়নি প্রশাসন।

এবিষয়ে ইন্দাস ব্লকের বিডিও সৌরেন্দ্রনাথ পতি জানান, ওখানে নিকাশি সমস্যা রয়েছে। পঞ্চায়েত সমিতিকে নিয়ে পরিদর্শন করেছি। গ্রামবাসীদের সাহায্য প্রয়োজন। জমি পেলেই নিকাশি নালা তৈরি করা হবে। আপাতত পাঁচিল ঘিরে সমস্যার সমাধান করা হয়েছে।

জলের তলায় নলকূপ - নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top