বাঁকুড়ায় টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত ৩০০ টিরও বেশি বাড়ি! খোলা হয়েছে ত্রাণ শিবির

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বুধবার থেকে লাগাতার বৃষ্টির জেরে বাঁকুড়া জেলা জুড়ে বেশ কিছুটা হলেও বিপর্যস্ত জনজীবন। জেলার নীচু এলাকাগুলোর অধিকাংশই জলের তলায়। টানা বৃষ্টিতে জেলা জুড়ে এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০ টিরও বেশি বাড়ি। প্রশাসনের তরফ থেকে ১০ টি ত্রান শিবির খোলা হয়েছে বিভিন্ন ব্লকে। সেখানে আশ্রয় নিয়েছেন শতাধিক মানুষ।
মেজিয়ায় অসুস্থ ব্যাক্তিকে উদ্ধার করা হচ্ছে- নিজস্ব চিত্র 
বাঁকুড়ার মেজিয়ার রেল কলোনি, গার্লস স্কুল কলোনি, শ্রীনগর কলোনি সহ একাধিক বাড়িতে জল ঢুকে পড়ে। জলে গৃহবন্দী হয়ে আটকে পড়ে রেল কলোনির এক ব্যক্তি। তাঁকে ব্লক প্রশাসন ও পুলিশের তরফ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়। এদিন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন মেজিয়ার বিডিও শেখ আব্দুল্লাহ ও মেজিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ গোপ। ব্লক প্রশাসন সূত্রে খবর মোট ৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে এই ব্লকে। সেখানে আশ্রয় নিয়েছে ২০ টি পরিবার। এছাড়াও জলমগ্ন হয়ে পড়ে মেজিয়া-কুস্থলিয়া রাজ্য সড়কের মাতাবেল কজওয়ে। সেতুতে বিপদ সীমার উপর জল বইতে থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে জলের তলায় চলে যায় রামচন্দ্রপুর কজওয়ে। বিপদ সীমার উপর জল বইতে থাকে পলাশী কজওয়েতেও। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকায়।
মেজিয়ায় এলাকা পরিদর্শনে প্রশাসন- নিজস্ব চিত্র 
বড়জোড়া ব্লকেও জলমগ্ন হয়েছে বিভিন্ন এলাকা। বড়জোড়ার সারদা পল্লীর বেশকিছু বাড়িতে জল ঢুকে যায়। এছাড়াও পখন্না গ্রাম পঞ্চায়েতের চান্দাই গ্রামে কৃষিজমি সহ একাধিক বাড়িতে জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে। 
বড়জোড়ার জলমগ্ন বিভিন্ন এলাকা- নিজস্ব চিত্র 
তবে এই ঘূর্ণাবর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিষ্ণুপুর মহুকুমার বিভিন্ন এলাকা। প্রবল বৃষ্টিতে বন্ধ হয়ে গিয়েছে কোতুলপুর-জয়রামবাটি রাস্তা। যান চলাচল ব্যাহত হয়েছে কামারপুকুর-জয়রামবাটি রাস্তায়। এছাড়াও কোতলপুরের বিবেকানন্দ পল্লী সহ বিভিন্ন এলাকায় জল ঢুকে যায়। পাশাপাশি ইন্দাস, জয়পুর সোনামুখী ও পাত্রসায়ের ব্লকেও বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েপড়ে।এলাকার প্রায় ৫টি পরিবারকে নিরপদ স্থানে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জল নিকাশির ব্যবস্থা না থাকায় ইন্দাসের আকুই ১ নং গ্রাম পঞ্চায়েতের একটি শিশু শিক্ষা কেন্দ্র জলমগ্ন হয়ে পড়ে। যার জেরে বন্ধ রয়েছে ইস্কুলের পঠন-পাঠন ও মিড-ডে মিল।
ইন্দাসে জলমগ্ন শিশু শিক্ষা কেন্দ্র- নিজস্ব চিত্র 
অন্যদিকে বাঁকুড়া ২ নম্বার ব্লকের মানকালানি সেতুর উপর দিয়ে বইছে গন্ধেশ্বরী নদী জল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেতুর দু প্রান্তের মানুষ।

প্রবল বৃষ্টিতে জলের তলায় শালতোড়ার মহিষারাডিহি কজওয়ে ও নিমড়া কজওয়ে। এছাড়াও জলমগ্ন হয়েছে শালতোড়ার বিভিন্ন এলাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top