স্কাই বাংলা, দুর্গাপুর: টানা বৃষ্টির জেরে একেবারে জলের তলায় অন্ডাল বিমানবন্দর । জল থৈ থৈ অবস্থা বিমানবন্দরের চেকিং কাউন্টারেও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তবে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি স্কাই বাংলা।
 |
ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি |
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে লাগাতার বৃষ্টি জেরে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের জনজীবন একেবারেই বিপর্যস্ত । দুই শিল্পাঞ্চলের নীচু এলাকাগুলোর অধিকাংশই জলের তলায় । জল ঢুকে পড়েছে অন্ডাল বিমানবন্দরও। তাতে ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও।
 |
ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি |
সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিমানবন্দরের লবি জলে ডুবে গেছে। চেকিং কাউন্টারে জল থৈ থৈ অবস্থা। ফাঁকা বিমান বন্দরে উড়ানও তেমন ওঠা নামা করেনি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি স্কাই বাংলা।