গরুপাচার মামলায় জামিন অনুব্রত মণ্ডলের ,তবে এখনই জেল থেকে মুক্তি নয় কেষ্টর!

SKY BANGLA TV
0

স্কাই বাংলা: গরুপাচার মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। 

CBI মামলায় জামিন পেলেও EDর মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাই কোর্টে। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি EDর মামলার শুনানি হবে দিল্লির উচ্চ আদালতে। সেই মামলায় যত দিন পর্যন্ত না অনুব্রত জামিন পাচ্ছেন, তত দিন পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

অনুব্রত মণ্ডল- ছবি ইন্টারনেট 
২০২২ সালের অগস্ট মাসের বীরভূমের নিজের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করছিল CBI। তখন থেকে তিহাড় জেলেই বন্দি ছিলেন কেষ্ট। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ED তাঁকে গ্রেফতার করে।

CBI এর মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অনুব্রতের জামিনের বিরোধিতা করা হয় বার বার। বেশ কয়েক বার বীরভূমের তৃণমূল নেতার জামিন খারিজও হয়।

অনুব্রত মণ্ডল- ছবি ইন্টারনেট 
মঙ্গলবার বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ অনুব্রতের জামিন মঞ্জুর করে। তবে এখনই তিনি তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না। গরু পাচার মামলায় আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল। সেই কারণে ED স্বতঃপ্রণোদিত ভাবে গরু পাচার মামলায় তদন্ত শুরু করে। তার পরই হেফাজতে থাকাকালীনই অনুব্রতকে গ্রেফতার করে ED । CBI মামলায় জামিন পেলেও EDর মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাই কোর্টে। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি EDর মামলার শুনানি হবে দিল্লির উচ্চ আদালতে। সেই মামলায় যত দিন পর্যন্ত না অনুব্রত জামিন পাচ্ছেন, তত দিন পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top