ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা, মৃত ২ আহত প্রায় ২০!

SKY BANGLA TV
0

স্কাই বাংলা: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ১৮টি কামরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই ট্রেন দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা- ছবি ANI
তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। বাতিল হয়েছে হাওড়া-কাটপাড়ি এক্সপ্রেস এবং খড়গপুর-ধানবাদ এক্সপ্রেস।
ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা- ছবি ANI

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top