স্কাই বাংলা, বাঁকুড়া: ফের বড়সড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। তদন্তে নেমে ১৪ টি চোরাই বাইক উদ্ধার করল বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের তিন দুষ্কৃতীকে।
 |
উদ্ধার হওয়া বাইক- নিজস্ব চিত্র |
বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে খবর, গত ২৩ শে জুলাই ইন্দাসের রোল গ্রাম থেকে একটি বাইক চুরি যায়। সেই বাইক চুরির অভিযোগের তদন্তে নেমে প্রথমে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে পাকড়াও করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি চুরি যাওয়া বাইক। এরপর তাঁকে জিজ্ঞাসা করে রবিবার রাতে তৃতীয় জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকেও বেশ কিছু চোরাই বাইক উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে ধৃতরা সকলেই পূর্ব বর্ধমানের খন্ডঘোষের বাসিন্দা। এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
 |
বাইক চুরি কান্ডে গ্রেপ্তার ৩- নিজস্ব চিত্র |