স্কাই বাংলা, দুর্গাপুর: বিয়ে বাড়িতে কাজ করার অগ্রিম টাকা নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধারের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের। অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
দুর্গাপুর থানার ধান্ডাবাগ সুকান্ত পল্লীর বাসিন্দা সুরজিৎ বর্মন নামে ওই ব্যাক্তি বিভিন্ন অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিতেন। সম্প্রতি বিধাননগরের বাসিন্দা রাজু দে নামে এক ব্যক্তির মেয়ের বিয়ে পরিচালনার দায়িত্ব পান। অগ্রিম বাবদ দেওয়া হয় ৫ লক্ষেরও বেশি টাকা।
ধৃতকে আদালতে তোলা হচ্ছে- নিজস্ব চিত্র |
এরপরে রাজু দে নামে ওই ব্যক্তি নিউ টাউনশিপ থানায় প্রতারণার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে দুর্গাপুর থানার ধান্দাবাগ এলাকা থেকে অভিযুক্ত সুরজিৎ বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।