বাঁকুড়ার স্কুলে হাতির তাণ্ডব! ভাঙল ক্লাসরুমের দরজা,জানালা

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বাঁকুড়ায় ফের হাতির হানা। বাঁকুড়ার বড়জোড়ার একটি স্কুলে তাণ্ডব চালালো বুনো হাতি। হাতির হানায় ক্ষতিগ্রস্ত স্কুলের দরজা-জানালা। ভাঙল স্কুলের চেয়ার-টেবিলও। 

স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাত্রে বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের ফুলবেড়িয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে তাণ্ডব চালায় একটি বুনো হাতি। হাতির তাণ্ডবে চেয়ার-টেবিল সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়ের দরজা-জানালা। বনদপ্তরকে বিষয়টি জানানো হলে বনদপ্তরের কর্মীরা বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন।

হাতির হানায় ক্ষতিগ্রস্ত দরজা,জানালা- নিজস্ব চিত্র 
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সীমা লাই দে বলেন, এই প্রথমবার নয়, বিগত দিনেও স্কুলে হামলা চালিয়েছে হাতি। তবে এবার ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বিষয়টি শিক্ষা দপ্তরে জানিয়েছি। পাশাপাশি বনদপ্তর কেউ জানানো হয়েছে। এদিন স্কুলে স্বাভাবিকভাবেই হয়েছে পঠনপাঠন। মিড-ডে মিলও খাওয়ানো হয়েছে পড়ুয়াদের।

বনদপ্তর সূত্রে খবর এই মুহূর্তে বাঁকুড়ায় হাতি রয়েছে ছয়টি । হাতি গুলির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত স্কুলের দরজা- নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top