স্কাই বাংলা, দুর্গাপুর: দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় খারিফ চাষে সমস্যা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে! কৃষিকাজের সুবিধার্থে ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে গত ২৫ তারিখ। শনিবার দামোদর নদের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু করল ভিভিসি। এদিন সকাল থেকে দুর্গাপুর ব্যারেজের লেফট ব্যাংক ও রাইট ব্যাংক এই দুই সেচ খাল দিয়ে জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়। এর ফলে উপকৃত হবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি সহ হাওড়ার বহু কৃষক।
|
ব্যারেজ থেকে জল ছাড়ল ডিভিসি- নিজস্ব চিত্র |
সেচ দপ্তর সূত্রে খবর প্রথম পর্যায়ে দুর্গাপুর ব্যারেজের দুই ক্যানেল দিয়ে ৬ হাজার কিউসেক করে জল ছাড়া হবে। এই পক্রিয়া চলবে ১২ থেকে ১৫ দিন। বৃষ্টির পরিমাণ বুঝে জল ছাড়ার পরিমাণও বাড়া কমা হবে।