স্কাই বাংলা: প্রবল জনবিক্ষোভের মুখে দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, এদিন দুপুরে ভারতের উদ্দেশে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে রওনা হয়েছেন তিনি।
 |
| দেশ ছাড়লেন শেখ হাসিনা |
যত সময় গড়াচ্ছে ততই বাংলাদেশের পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হচ্ছে। এই পরিস্থিতিতে হাসিনার প্রাণসংশয় হতে পারে বলে মনে করছেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। এরপরই দুপুর আড়াইটে নাগাদ গমভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন হাসিনা। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন শেখ রেহানা বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম BBC-র তরফে জানানো হয়েছ, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েন হাজার হাজার আন্দোলনকারী। তাঁরা নিরাপত্তার ব্যারিকেড ভেঙে দেয় বলেও জানানো হয়েছে।