বিভিন্ন দাবি নিয়ে ICDS কর্মীদের বিক্ষোভ, ডেপুটেশন

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: সবজী, ডিম ও জ্বালানীর দাম অগ্নিমূল্য। কিন্তু শিশু ও প্রসূতি মায়েদের রান্না করা খাবার দেওয়ার জন্য বরাদ্দ নাম মাত্র টাকা। সেই টাকাও বকেয়া পড়ে রয়েছে মাসের পর মাস। তাই এবার বকেয়া টাকা দ্রুত মেটানোর এবং বরাদ্দ বৃদ্ধি দাবীতে আন্দোলনে নামল বাঁকুড়া জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকারা। আজ জেলা শাসকের দফতরে বিক্ষোভের ডাক দেন তাঁরা। কিন্তু মিছিল করে জেলা শাসকের দফতরে যাওয়ার আগেই অঙ্গনওয়াড়ি কর্মীদের মিছিল আটকে দেয় পুলিশ। ফলে অবরোধস্থলে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বাঁকুড়ায় ICDS কর্মীদের বিক্ষোভ- নিজস্ব চিত্র 
এমনিতে এখন সবজীর বাজার দর অগ্নিমূল্য। আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজী কিনতে রীতিমত কালঘাম ছুটছে সাধারণ মানুষের। পাল্লা দিয়ে বাড়ছে ডিম ও জ্বালানির দামও। এই পরিস্থিতিতে সর্বাধিক সমস্যায় পড়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। এমনিতে শিশু ও প্রসুতিদের পুষ্টিকর রান্না করা খাবার দেওয়ার জন্য নামমাত্র বরাদ্দ দেয় সরকার। সেই বরাদ্দ টাকায় পুষ্টিকর খাবার দেওয়া তো দুরস্থ, খাওয়ার উপযোগী খাবার দেওয়াও কঠিন হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। শুধু তাই না, সেই সামান্য বরাদ্দ টাকাও মাসের পর মাস পড়ে রয়েছে বকেয়া। এই পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়ে বৃহস্পতিবার বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন। বাঁকুড়ার তামলীবাঁধ থেকে মিছিল করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা মিছিল করে জেলা শাসকের দফতরের দিকে এগোতেই আইজি অফিস মোড়ে ব্যারিকেড করে মিছিলের পথ অবরোধ করে পুলিশ। এরপর অবরোধস্থলেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকারা। পরে তাদের একটি টিম জেলা শাসকের দপ্তরে গিয়ে ডেপুটেশন দেয় ।
দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়া এবং বরাদ্দ বৃদ্ধি করা না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top