স্কাই বাংলা, বাঁকুড়া: শিখেই উঠেছে পঠন-পাঠন। প্রতিদিন মিড-ডে-মিল খাইয়েই ছুটি দেওয়া হচ্ছে স্কুল। এমনই অভিযোগ বাঁকুড়ার তালডাংরা ব্লকের আসনা জুনিয়র হাই স্কুলে। অভিযোগ পেতেই আচমকা স্কুলে সরেজমিনে হাজির হলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাপতি। বিষয়টি ব্লক প্রশাসন ও শিক্ষা দপ্তরের নজরে আনার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে কড়া সতর্ক করলেন সভাধিপতি।
বাঁকুড়া তালডাংরার আসনা জুনিয়র হাই স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চারটি ক্লাসে পড়ুয়ার সংখ্যা ১০৭ জন। শিক্ষক-শিক্ষিকাও রয়েছেন চারজন। স্থানীয়দের অভিযোগ, শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত স্কুলে আসেন না। স্কুল ছুটি দেওয়ার ক্ষেত্রেও সরকারি কোন নিয়ম-নীতির ধার ধারেন না তাঁরা। প্রায় দিনেই কোনো না কোনো অজুহাত দেখিয়ে টিফিনের সময় মিড-ডে-মিলের পরে ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল।
![]() |
স্কুলে হানা সভাধিপতির- নিজস্ব চিত্র |
যদিও স্কুল শিক্ষিকার সাফাই প্রতিদিন এমন ঘটনা ঘটে না, এদিন টানা লোডশেডিং এর জন্যই টিফিনে ছুটি দেওয়া হয়েছে । আর তাছাড়া তাঁরা প্রতিদিন নিয়ম করেই স্কুলে আসেন।
![]() |
বাঁকুড়ায় টিফিনের পর বন্ধ স্কুল- নিজস্ব চিত্র |