স্কাই বাংলা, বাঁকুড়া: জমির মিউটেশন সহ যাবতীয় কাজ করতে গেলে নেওয়া হচ্ছে ঘুষ! এমনই অভিযোগ বাঁকুড়ার রাইপুরে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ অফিসারের বিরুদ্ধে।
বাঁকুড়ার রাইপুরের এক বাসিন্দার অভিযোগ গত ২২ তারিখ জমির মিউটেশনের জন্য তিনি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসে গেলে সেখানেই দপ্তরের এক রেভিনিউ অফিসার তার কাছ থেকে ২০০ টাকা দাবি করেন বলে অভিযোগ তাঁর । আর এই বিষয়টি বি.এল & এল.আর.ও (B.L. & L.R.O.) এর নজরে আনলে তিনি বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দপ্তরের বাইরে মিটিয়ে নেওয়ার কথা বলেন বলেও অভিযোগ।
ঘুষ নেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ওই রেভিনিউ অফিসার। তিনি জানান, প্রথম ও শেষ বারের মতো এই ভুল কাজ করে ফেলেছেন তিনি।আর এই ঘটনার পরেই বিক্ষোভ দেখাতে থাকেন বাঁকুড়ার আদিবাসী কুড়মি সমাজের লোকজন। অবিলম্বে এই দপ্তরের হাল বদল না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কুড়মী সমাজ।