স্কাই বাংলা, বাঁকুড়া: ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হলেও আলুর দাম এখনো ঊর্ধ্বমুখী। খোলা বাজারে জ্যোতি ও চন্দ্রমুখী আলু ৩৫ থেকে ৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। এই অবস্থায় সাধারণ মানুষদের সুরাহা দিতে এবার পথে নামলো মেজিয়া ব্লক প্রশাসন। শুক্রবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে নিয়ে মেজিয়া বাজারে ২৮ টাকা কেজি দরে আলু বিক্রির স্টল খুললো প্রশাসন।
 |
সরকারি উদ্যোগে মেজিয়া বাজারে বিক্রি হচ্ছে আলু- নিজস্ব চিত্র |
একেবারে হিমঘর থেকে সরাসরি সরকারি ভাবে আলু কিনে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে খোলা বাজারে তা বিক্রি শুরু করল প্রশাসন। বাঁকুড়ার কোতুলপুরের একটি হিমঘর থেকে আলু কিনে স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার মেজিয়ায় ওই স্বনির্ভর গোষ্ঠী ২৮ টাকা কিলো দরে খোলা বাজারে সেই আলু বিক্রি শুরু করেছে।কম দামে আলু কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। ন্যায্য মূল্যে ব্লকে আলু বিক্রির পাশাপাশি খোলা বাজারে কোথাও বেশি দামে আলু বিক্রি হচ্ছে কিনা সে ব্যাপারেও কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন বলে জানিয়েছেন মেজিয়ার বিডিও শেখ আবদুল্লা।