নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা

SKY BANGLA TV
0

স্কাই বাংলা: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজই অভিষেককে সাথে নিয়ে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নীতি আয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তাই আজ বিমানে চড়ে দিল্লি র উদ্দেশ্য রওনা দিলেন তিনি।

আজ দিল্লির নিউ বঙ্গ ভবনে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। বিকেল ৪ নাগাদ দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে চা চক্রে যোগ দিতে পারেন মমতা । নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না ইন্ডিয়া জোটের ৭ মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।

একদিকে ‘আর্থিক বঞ্চনা’ আর অন্য দিকে ‘বাংলা ভাগের’ চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলে শুক্রবার দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মমতা জানান,' বৈঠকে বলতে দিলে প্রতিবাদ জানাব।'

তৃতীয় মোদি সরকার ক্ষমতায় আসার পর, প্রথম নীতি আয়োগের বৈঠক হতে চলেছে শনিবার। কিন্তু, নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই বৈঠকে কি মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন? নাকি INDIA জোটের বাকি মুখ্যমন্ত্রীদের মতো তিনিও নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠক এড়াবেন? তা ঘিরে এখনও অনিশ্চয়তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top