স্কাই বাংলা, মালদা: দিনে দুপুরে একেবারে ফিল্মি কায়দায় মালদার গাজলে সমবায় ব্যাঙ্কে ডাকাতি। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যাঙ্ক কর্মী।
 |
মালদায় সমবায় ব্যাঙ্কে ডাকাতি- নিজস্ব চিত্র |
রানীগঞ্জের সোনার দোকানের পর এবার মালদার সমবায় ব্যাঙ্কে ভরদুপুরে ভয়াবহ ডাকাতি। বুধবার গাজোলের কেষ্টপুরে সমবায় ব্যাঙ্কে সশস্ত্র ডাকাতদলের হানার অভিযোগ। ডাকাতিতে বাধা দিতেই, গুলিবিদ্ধ হয়েছেন সমবায় ব্যাঙ্কের এক কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আহত ব্যাঙ্ক কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভরদুপুরে হামলা চালায় ৮-১০জনের দুষ্কৃতীর একটি দল। সমবায় সমিতি থেকে প্রায় ৪ লক্ষ টাকা লুঠের অভিযোগ। দিনে দুপুরে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উঠেছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন।