২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু তৃণমূল কর্মীর!

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, দক্ষিণ ২৪ পরগনা: ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু তৃণমূল কর্মীর। রবিবার বকখালি থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম রঞ্জিত মন্ডল (৫৫) । শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা। 

জানা গিয়েছে, ধর্মতলায় আয়োজিত তৃণমূলের শহিদ দিবসের সভায় যোগ দিতে শুক্রবার রাতে ট্রেনে করে কলকাতায় গিয়েছিলেন ওই কর্মী। তাঁর সঙ্গে স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল কর্মীও ছিলেন। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে দেখা গিয়েছে সমুদ্রে একটি বোটে ঘুরছিলেন তিনি। রবিবার দুপুর নাগাদ বকখালি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। সোমবার কাকদ্বীপ হাসপাতালে দেহটির ময়নাতদন্ত করা হয়।

২১  জুলাই তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান বকখালীতে ঘুরতে গিয়েই হয়তো সমুদ্রে তলিয়ে তাঁর মৃত্যু হয়েছে।

মৃতের ছেলে শুভম মন্ডল জানান, তার বাবা বছর পাঁচেক আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন (INTTUC)র সঙ্গে যুক্ত হন। সেখানেই কিছু দলীয় কর্মীদের সঙ্গে তার মতবিরোধ চলছিল। তারপরেও তাদের সঙ্গেই একুশে জুলাইয়ের সভার জন্য কলকাতায় পাড়ি দিয়েছিলেন। তা নিয়ে আপত্তিও জানানো হয়েছিল পরিবারের তরফে। যাদের সাথে বাবা কলকাতায় গিয়েছিল হয়তো তারাই কিছু করেছে এমনটাই জানিয়েছেন মৃতের ছেলে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবার।

প্রতীকী ছবি- ইন্টারনেট 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top