৫৯ বছর বয়সের দ্বিতীয় বিয়ে করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা

SKY BANGLA TV
0

স্কাই বাংলা: ৫৯ বছর বয়সে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। রবিবার আইনি মতে বিয়ে সেরেছেন স্নেহাশীষ। সূত্রের খবর আগামী ৭ই আগস্ট তাদের গ্রান্ড রিসেপশন। 
ছবি- ইন্টারনেট
২১ শেষ জুলাই রবিবার দীর্ঘদিনের পুরনো বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায় এর সঙ্গে নতুন জীবন শুরু করলেন‌ সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। ৫৯ বছর বয়সে এসে শেষ পর্যন্ত দীর্ঘদিনের পুরনো বান্ধবী অর্পিতাকে স্ত্রীর মর্যাদা দিলেন স্নেহাশীষ। এটা স্নেহাশীষ ও অর্পিতা দুজনেরই দ্বিতীয় বিয়ে। রবিবার দুপুরে আইনিমতে বিয়ে সেরে ফেলেছেন তাঁরা।
ছবি- ইন্টারনেট  
তবে দাদার এই দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন না সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর নানা পেশাদার ও ব্যক্তিগত কারণে এদিনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সৌরভ ডোনা। তবে ৭ই আগস্ট স্নেহাশীষ-অর্পিতার রিসেপশনে হাজির থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে।
ছবি- ইন্টারনেট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top