শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু শিশুকন্যার!

SKY BANGLA TV
1 minute read
0

স্কাই বাংলা, শিলিগুড়ি: এই মরশুমে রাজ্যে প্রথম ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক শিশুকন্যার। রবিবার শিলিগুড়ির হিলকার্ট রোডের এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু তার। ৯ বছর বয়সী ওই শিশুকন্যার ৩ থেকে ৪ দিনের মতো জ্বর ছিল বলে খবর। জ্বর না কমায় ডেঙ্গি পরীক্ষা করা হয় । এনএস-১ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে ওই শিশুকন্যার।
ছবি- ইন্টারনেট 
তারপরই তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। নার্সিংহোমে ভর্তির আগে, শিশুর প্লেটলেট নেমে গিয়েছিল ১০ হাজারের নিচে। পরে প্লেটলেট দেওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। রবিবার তার মৃত্যু হয়েছে বলে খবর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কোথায় উল্লেখ রয়েছে । যদিও জেলা স্বাস্থ্য দপ্তর এবং পুরসভা ডেঙ্গির কথা এখনো স্বীকার করেনি।
শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত হয়ে এই মরশুমে মৃত্যুর খবর এই প্রথম।তাই ডেঙ্গি ঘিরে বাড়ছে আতঙ্ক।
ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top