শক্তিগড়ে ল্যাংচার দোকানে অভিযান। বাজেয়াপ্ত ৩ কুইন্টাল নষ্ট ল্যাংচা !

SKY BANGLA TV
0
স্কাই বাংলা, পূর্ব বর্ধমান: শক্তিগড়ে ল্যাংচার দোকানে অভিযান। বাজেয়াপ্ত করা হলো বস্তা বন্দি কুইন্টাল কুইন্টাল ল্যাংচা! নষ্ট ল্যাংচা বিক্রির চেষ্টার অভিযোগে বাজেয়াপ্ত করা হয়েছে ৩ কুইন্টাল ল্যাংচা।
২১ শে জুলাই তৃণমূলের ধর্মতলার কর্মসূচিতে যোগ দিতে যাওয়া-আসা করা হাজার মানুষ ল্যাংচা কিনতে আসেন এই দোকানগুলোতে। কিন্তু সেই ল্যাংচার মান নিয়ে উঠেছে প্রশ্ন । পূর্ব বর্ধমানের ১৯ নম্বার জাতীয় সড়কের ধারে পর পর ল্যাংচার হাবে হানা দেয় প্রশাসন। বাজেয়াপ্ত করা হয়েছে ৩ কুইন্টাল ল্যাংচা।
একের পর এক ল্যাংচার গায়ে লেগে রয়েছে ছত্রাক। প্রায় ১৫ দিন আগে তৈরি করা হয়েছে এই ল্যাংচা এমনটাই অভিযোগ। এদিন বাজেয়াপ্ত করা নষ্ট ল্যাংচা গুলি জেসিবি দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।
এবিষয়ে জেলা উপস্বাস্থ্য আধিকারিক জানান, বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে ল্যাংচা তৈরি হচ্ছে। ১৫ দিন আগে থেকে ল্যাংচা ভেজে বস্তায় বস্তায় তুলে রাখা ছিল। দেখা যায়, ছত্রাকে ভর্তি সেগুলো।
বেশ কয়েক কুইন্টাল ল্যাংচা বাজেয়াপ্ত করা হয়েছে। খাবার অযোগ্য ওই সমস্ত মিষ্টি নষ্ট করে দেওয়া হয়েছে। আইন মেনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top