শ্রাবণে সবুজ চুড়ি পরার হিড়িক মহিলাদের! জানুন আসল কারণ...

Malay Singha
0

 

স্কাই বাংলা: শ্রাবণ মাস আসতেই সবুজ চুড়ি পরার হিড়িক পড়েছে মহিলাদের মধ্যে। শিব কে সন্তুষ্ট করতে ও নিজেদের মনস্কামনা পূরণের লক্ষ্যে কিশোরী থেকে মহিলারা সবুজ চুড়ি পরছেন। সবুজ চুড়ি পরা ছবি এখন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর ভাইরাল ওই ছবি দেখে মনিহারির দোকান গুলিতে ভিড় জমাচ্ছেন কৌতুহলীরা। তবে শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরা নিয়ে নানা জনের নানা মত রয়েছে। কেউ কেউ মনে করেন শ্রাবণে সবুজ চুড়ি পরলে সৌভাগ্যের উদয় হয়।

সনাতন ধর্মে সবুজ রঙের চুড়িকে সোহাগের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়লে ভগবান শিব ও পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। ভগবান শিব এবং প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, প্রকৃতির সম্পর্কিত জিনিস মহাদেবের খুব প্রিয়। তাই অনেকেই সবুজ চুড়ি পরেন।

সবুজ চুড়ি- ছবি ইন্টারনেট 
ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার বা সবুজ চুড়ি পরলে নাকি ভাগ্য আলোকিত হয়। প্রকৃতির সবুজ রং মন মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায়। সবুজ রংটি সুখ শান্তি এবং প্রাণ শক্তিও দেয়। তাই এই সময় মহাদেবের অনুগামীরা সবুজ চুড়ি পরেন।

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই শ্রাবণ মাসটি অত্যন্ত শুভ হিসেবে মানা হয়। শ্রাবণ মাসে মহাদেব শিবের আরাধোনায় মেতে উঠেন ভক্তরা। তাই স্বামী-সংসারের মঙ্গল কামনায় সবুজ রঙের সবকিছু ধারণ করে মহিলারা। তবে এ বছর শ্রাবণ মাসের সবুজ চুড়ি পরার দৃশ্য একেবারে অন্যরকম। সবুজ চুড়ি পরাটা রীতিমতো ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে এবার। সবুজ চুড়ি পরার আসল কারণ না জানলেও একে অপরকে দেখেই চলছে চুড়ি পড়ার হিড়িক।

সবুজ চুড়ি- ছবি ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top