মন্দারমণিতে মধুচক্রের রমরমা আসর! এজেন্ট, হোটেল ম্যানেজার সহ গ্রেপ্তার ১৩

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, পূর্ব মেদিনীপুর: সমুদ্র সৈকতে রমরমিয়ে চলছে মধুচক্রের ব্যবসা। মন্দারমণিতে হানা দিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। পৃথক দুটি হোটেল থেকে ৬ জন যুবতীকে উদ্ধার করার পাশাপাশি এজেন্ট, হোটেল ম্যানেজার সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, উদ্ধার হওয়া যুবতীরা মেদিনীপুর, বাঁকুড়া ও কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা ।শুক্রবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।
মন্দারমণি- ছবি ইন্টারনেট 
অভিযোগ, সমুদ্র সৈকত মান্দারমণিতে একাধিক হোটেলে দেহ ব্যবসা অভিযোগ ছিল। বৃহস্পতিবার গভীর রাতে মান্দারমণির পৃথক দুটি হোটেলে মধুচক্র আসর বসে। কিছু অসাধু হোটেল ব্যবসায়ী বিভিন্ন জেলা থেকে যুবতী ও তরুণী নিয়ে এসে মধুচক্রের আসর বসাত বলে অভিযোগ। অভিযোগ পেতেই বৃহস্পতিবার রাতে মন্দারমণি উপকূল থানার পুলিশ হোটেল গুলিতে অভিযান চালিয়ে ৬ তরুণীকে উদ্ধার করে। পাশাপাশি এজেন্ট ও হোটেলের ম্যানেজার সহ ১৩ জন কে গ্রেপ্তার করে। ধৃতরা কাঁথি, রামনগর, পটাশপুর, বাঁকুড়া সহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে সূত্রের খবর । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top