স্কাই বাংলা: "ওড়িশায় জোগান নেই আলুর, হস্তক্ষেপ করুন মমতা" আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন নবীন পট্টনায়েক। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। জানেন কি সেই চিঠিতে কি লিখেছেন তিনি? চিঠিতে উল্লেখ করা হয়েছে "বৃষ্টির কারণে ওড়িশার বাজারে আলুর জোগান কমেছে। যার ফলে কৃত্রিম মূল্যবৃদ্ধিতে ভোগান্তি বাড়িয়েছে সাধারণ মানুষের। আমি মিডিয়া থেকে জানতে পেরেছি যে বাংলা-ওড়িশা সীমান্তে আলুর ট্রাকের লম্বা লাইন রয়েছে। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি দয়া করে এ বিষয়ে হস্তক্ষেপ করুন। এবং ওড়িশায় আলু সরবরাহ নিশ্চিত করুন।"
একদিকে পশ্চিমবঙ্গে আলুর দাম খুব একটা কম নয়। খোলা বাজারে জ্যোতি ও চন্দ্রমুখী আলু ৩৫ থেকে ৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। এর জেরে চরম বেগ পেতে হচ্ছে ক্রেতাদের। তবে সম্প্রতি আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে সমস্যা আরও বেড়েছিল। ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হলেও আলুর দাম এখনো খুব একটা কমেনি। বাজারের জোগান বাড়াতে ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রেখেছে রাজ্য সরকার। আর তাতে আলুর জোগান কম থাকায় সমস্যায় পড়েছেন প্রতিবেশী রাজ্য ওড়িশা। তাই এ বিষয়ে হস্তক্ষেপ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিয়েছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
![]() |
আলু - নিজস্ব চিত্র |
তবে এই চিঠি পাওয়ার পরে বাংলার মুখ্যমন্ত্রী কী পদক্ষেপ নেন সেটাই দেখার।